দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে : ইসি সচিব

ফাইল ছবি

দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে বলে জানিয়েছেন ইলেকশন কমিশনার (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা হয় ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের। এসময় তিনি বলেন, দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে। বিএনপির অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

তিনি আরও বলেন, পরিস্থিতি খারাপ হলে পরবর্তীতে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখনও পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে সিইসি সাংবাদিকদের বলেন, এখনও নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি।

তবে এসময় তিনি আরও বলেন, প্রতিকূলতা থাকলেও নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে নির্বাচন সকলে মেনে নেবে সেই আস্থা তৈরি করা যায়নি।

news24bd.tv//TR/FA