নির্বাচনে সর্বদলীয় সরকার গঠন করা হবে কিনা জানালেন কৃষিমন্ত্রী

ফাইল ছবি

নির্বাচনে সর্বদলীয় সরকার গঠন করা হবে কিনা জানালেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যেসব দাবি নিয়ে আন্দোলন করছে, এই জায়গায় যদি তারা অটল তাকে তাহলে তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, বিএনপি দরজা বন্ধ করে আলোচনার কথা বলছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ সম্ভব না, নির্বাচন কমিশনের পদত্যাগও সম্ভব না, তাই বিএনপির এসব দাবির মধ্যে তাদের সাথে সংলাপের প্রশ্নই আসে না। আওয়ামী লীগ আলোচনায় বিশ্বাসী।

তবে সেটা হবে সংবিধান মেনে।

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে সর্বদলীয় সরকার গঠন করা হবে কিনা সেটা রাজনৈতিক কৌশলের কারণে এখনই বলছি না। তারা আগে সংবিধান মেনে আসুক।

তারপর এসব নিয়ে কথা বলা হবে। বিএনপি নির্বাচনে আসবে বলে বিশ্বাস করি।

কৃষিমন্ত্রী বলেন, আগামী তিনদিনের অবরোধে বিএনপি যদি ২৮ তারিখের মত তাণ্ডব করার চেষ্টা করে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে। বিএনপির সাথে এই অবস্থায় সংলাপে যাবে না সরকার।  তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

news24bd.tv/FA