বাবর আজমের ব্যক্তিগত তথ্য ফাঁস 

সংগৃহীত ছবি

বাবর আজমের ব্যক্তিগত তথ্য ফাঁস 

অনলাইন ডেস্ক

ঝামেলার সূত্রপাতটা পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফের এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। গত শনিবার তিনি বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম বোর্ড প্রধান জাকা আশরাফের সঙ্গে ভারত থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এমনকি ফোন না ধরায় তিনি জাকা আশরাফকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছেন। কিন্তু জাকা আশরাফ সেটাতেও সাড়া দেননি।

চলতি ভারত বিশ্বকাপে দলের একের পর এক ব্যর্থতায় বাবর আজমের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।  

তবে বাবরের সঙ্গে কোনো ঝামেলা নেই, এটা প্রমাণ করতে জাকা আশরাফ ঘটিয়েছেন আরেক বিতর্কিত ঘটনা। বাবরের ব্যক্তিগত তথ্য ফাঁস করে পড়েছেন সমালোচনার মুখে।

বাবরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, এমন অভিযোগ অস্বীকার করার পর বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তাও প্রকাশ করেন তিনি।

যেখানে বাবরকে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি পিসিবিপ্রধানকে ফোন করেছিলেন কি-না।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, ‘সে (লতিফ) বলেছে, আমি তার (বাবর) ফোন ধরি না। সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা। ’

বাবর যে জাকা আশরাফকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে সাক্ষাৎকারের এক পর্যায়ে জাকা আশরাফ অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা সাক্ষাৎকার নেওয়া ওই সাংবাদিককে দেখান। বাবর সেই বার্তা বিনিময় করেছিলেন সালমান নাসেরের সঙ্গে।

সেই বার্তা ওই টিভি চ্যানেলটি তাদের স্ক্রিনে দেখিয়েছেও। সেখানে দেখা গেছে, নাসের বাবরকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করেছেন, ‘বাবর, এখানে টিভি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে যে তুমি চেয়ারম্যানকে ফোন করেছ, কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সম্প্রতি তাকে ফোন করেছিলে?’

টেলিভিশনটির তথ্য অনুযায়ী নাসেরের এই প্রশ্নের উত্তরে বাবর তার বার্তায় বলেছেন, ‘সালাম সালমান ভাই। আমি স্যারকে কোনো ফোন করিনি। ’

এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, জাকা আশরাফ কি বাবরের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন টিভিতে! পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী এই প্রশ্নও তুলেছেন যে টেলিভিশন চ্যানেলটিও কি বাবরের অনুমতি নিয়েছিল?

টেলিভিশন চ্যানেলটির উপস্থাপক ওয়াসিম বাদামি এই বার্তা স্ক্রিনে দেখানোর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তিনি যা বলেছেন, সেটার মর্মার্থ এ রকম, প্রথমে এটা দেখানো নিয়ে তারা একটু দ্বিধায় ছিলেন। কিন্তু পিসিবির প্রধান তাদের এটা স্ক্রিনে দেখানোর অনুমতি দিয়েছেন।

news24bd.tv/SHS