বিএনপি-জামায়াতের অবরোধে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ : ডিএমপি

প্রতীকী ছবি

বিএনপি-জামায়াতের অবরোধে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের টানা ৩ দিনের অবরোধ সামনে রেখে সহিংসতার আশংকা করছে পুলিশ। সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রয়েছে ডিএমপির।

সোমবার সাংবাদিকদের এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মুহিদ। তিনি বলেন, গত ২৮ অক্টোবরের নাশকতায় ঢাকার বিভিন্ন থানায় অন্তত ৩৬টি মামলা হয়েছে।

এজাহারে থাকা এমন ১৭শ' ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এদিকে বিএনপির পর সারা দেশে তিনদিনের (৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ) সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আর করিম স্বাক্ষরিত বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ আহ্বান জানান।

news24bd.tv/FA