যে পথ খুঁজে বেড়াচ্ছেন সাকিব 

সংগৃহীত ছবি

যে পথ খুঁজে বেড়াচ্ছেন সাকিব 

অনলাইন ডেস্ক

সময়টা মোটেও ভালো কাটছে না সাকিব আল হাসানের। মাঠে দলের একের পর এক বাজে হার, ব্যাটে-বলে সাকিবও মলিন। তাকে নিয়ে সমালোচনা আরও বেশি হচ্ছে মাঠের বাইরের নানা বিতর্কে। সাকিব যেন এক দিশাহীন নেতা।

 

চলতি ওয়ানডে বিশ্বকাপে পাঁচ ম্যাচে সাকিবের রান মোটে ৬১! অথচ ২০১৯ বিশ্বকাপটা কী রঙিন-ই না কেটেছিল তার। ব্যাট হাতে ৬০৬ রান!

আগামীকাল পাকিস্তান ম্যাচের আগে আজ আবারও সংবাদ সম্মেলনে আসেন সাকিব। টানা দুই সংবাদ সম্মেলনে আসা সাকিবের কাছে রানের প্রসঙ্গে প্রশ্নে যেতেই তার উত্তর, ‘আমিও পারফর্ম করতে চাই। ’ এরপর সাংবাদিকের পাল্টা প্রশ্ন ছিল কীভাবে? এবার উত্তরে সাকিব বলেন, ‘আমিও ওই পথটা খোঁজার চেষ্টাই করছি।

বাংলাদেশের বিশ্বকাপটা শুরু হয় আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে। এরপর পথ হারায় টাইগার, হেরেছে খেলা পাঁচ ম্যাচের সবকটিতে। শেষ ম্যাচে তো পুঁচকে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সাকিবরা।

নিজেদের হারিয়ে খোঁজা দলটির পরবর্তী লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিবের উত্তর, ‘পরের লক্ষ্য হচ্ছে আগামীকালের ম্যাচ খেলা ও জেতার চেষ্টা করা। আমাদের সেরাটা করা। দুই পয়েন্টের দিকে তাকানো, যেটা নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা করার। ’

কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া নিয়ে টিম মিটিংয়ের বিষয়ে সাকিব বলেন, ‘আমরা আলোচনা করেছি এ নিয়ে, টিম মিটিং ছিল। আমরা বসেছি আর কথা বলেছি কীভাবে এখনকার পরিস্থিতি থেকে বের হওয়া যায়। ’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজে প্রমাণ করতে হবে। কথা বলে লাভ নেই যদি সেটা কাজে না আসে। এটা আমাদের মাঠে করতে হবে যেন সবাই দেখতে পারে। ’

news24bd.tv/SHS