লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

সংগৃহীত ছবি

লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান চলছেই। এর মধ্যেই জানা গেল, লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের প্রতিনিধি দল। রাজধানী বৈরুতে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামাসের প্রতিনিধি দল লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিমকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে। এ সময় সংগঠনটি গাজায় ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলায় প্রতিরোধ প্রস্তুতি রয়েছে বলে জানান।

news24bd.tv/AA