সংসদে ইসরায়েলের নিন্দা প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

সংসদে ইসরায়েলের নিন্দা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের হাসপাতালে হামলা চালানোয় জাতীয় সংসদে ইসরায়েলের বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে এ নিন্দা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেই মানবাধিকারের কথা বলে কিন্তু প্যালেস্টাইনে জনগণের ওপর অমানবিক নির্যাতন করছে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েল হাসপাতালে হামলা চালিয়ে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করছে যা নিন্দনীয়।

এসময় ইসরায়েলের নির্যাতনের নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাথে মিলে ফিলিস্তিনের মানুষের চিকিৎসায় ব্যবস্থা কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বের জন্য উন্নত দেশ এবং শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা হলেও ইসরাইল ফিলিস্তিন এর উপর যে অমানবিক নির্যাতন করছে তা মেনে নেয়া যায় না।

ইসরায়েল ফিলিস্তিনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে তা ফিরিয়ে দেয়া হোক।

news24bd.tv/FA