‘তালগাছ নয়, গ্রহণযোগ্য নির্বাচন চাই’

নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না

‘তালগাছ নয়, গ্রহণযোগ্য নির্বাচন চাই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই।

এজন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি।  

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একথা বলেন মান্না।

সরাকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি।

আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে?

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মান্না আরও বলেন, আপনি অনেক শাসনের নামে শোষণ করেছেন। এখন আপনার যাওয়ার সময় হয়েছে। তফসিল ঘোষণা না করে সংবিধান সংশোধন করুন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনি এখন বিদায় হন। আপনার যাওয়ার সময় হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর