বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই 

সংগৃহীত ছবি

বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই 

অনলাইন ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই। ইংল্যান্ড-পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর পর এবার আফগানিস্তান হারালো শ্রীলঙ্কাকে। আজ সোমবার পুনেতে লঙ্কানদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যোগ দিলেন রশিদ-নবীরা।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ীদের ২৪১ রানেই বেঁধে ফেলে ফারুকি-মুজিবরা। সেই রান তাড়ায় স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নেয় আফগানিস্তান। ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে আফগানিস্তান।

রান তাড়ায় আফগানিস্তান শুরুতেই খায় হোঁচট। চতুর্থ বলে ডাক নিয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। দিলশান মাদুশঙ্কার শিকার হন তিনি। শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৭৩ রানের জুটি। জাদরান ৩৯ রান করে ফিরলে ভাঙে এ জুটি। শ্রীলঙ্কাকে এ উইকেটও এনে দেন মাদুশঙ্কা।  

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রহমত শাহ আজও তুলে নেন ফিফটি। তবে শেষ পর্যন্ত উইকেটে থাকা হয়নি তার। কাসুন রজিতার স্লোয়ারে ৬২ রানেই থামেন তিনি। এরপর দলকে আর কোনো বিপদে পড়তে দেননি হাসমতুল্লাহ শহীদি ও আজমতুল্লাহ ওমরজাই। অপরাজিত ১১১ রানের জুটি গড়ে দলকে আরও একটি ঐতিহাসিক জয় এনে দেন তারা।  

হাসমত অপরাজিত থাকেন ৭৪ বলে ৫৮ রান করে। ওমরজাই খেলেন ঝোড়ো ইনিংস। ৬৩ বলে ৭৩ রানে আসে তার ব্যাট থেকে।

news24bd.tv/SHS