চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে : সাকিব

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে : সাকিব

অনলাইন ডেস্ক

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে বড় আশা নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ধর্মশালায় আফগানিস্তান উড়িয়ে বিশ্বকাপ অভিযানও শুরু করা টাইগাররা। কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচে হার! ফাইনাল খেলার স্বপ্ন দূরে থাক, সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও কার্যত শেষ বাংলাদেশের।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাকি পাঁচ ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ।

এমনকি দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় হার জুটেছে কপালে। এমতাবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতেই বাংলাদেশ অংশ নিতে পারে কি-না, তা নিয়ে জেগেছে শঙ্কা।

পাকিস্তানে ২০২৫ সালে হবে পরবর্তী চ্যাম্পিয়নস লিগ। ৮ দলের সেই টুর্নামেন্টে জায়গা পেতে এবারের বিশ্বকাপে সেরা আটে থাকতেই হবে।

তবে ৬ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে বাংলাদেশ বর্তমানে আছে পয়েন্ট টেবিলের ৯-এ। সাকিবের দলের সামনের তিন প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। বর্তমানে দলের যে অবস্থা, তাতে এই তিন ম্যাচ থেকে বাংলাদেশ যে একটি ম্যাচ জিতবে, সেই আশাও নেই অনেকের।

তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারত যাওয়া দলটি যে কোনো মতে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে চায়, তা বোঝা গেল অধিনায়ক সাকিব আল হাসানের কথার সুরেই।  

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘গোটা দলই আমাদের কী করা দরকার, তা নিয়ে কথা বলছে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা নির্ধারণ করেছি। এর জন্য জেতা ছাড়া কোনো বিকল্প নেই। সেটাই করতে চাই। ’

অন্য এক প্রশ্নের উত্তরে একই কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস ট্রফি একটা লক্ষ্য। তবে কত ওপরের দিকে শেষ করা যায়, সেটাও আমাদের লক্ষ্য। যেভাবে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এখান থেকেও যদি ভালোভাবে খেলতে পারি এবং ভালো কিছু ফল যদি আমাদের পক্ষে আসে, তাহলেও হয়তো আমরা স্বস্তি নিয়ে ফিরতে পারব। তখন আমরা ভাবতে পারব যে কী কী করলে আরও ভালো করতে পারতাম। সে জায়গা থেকে সামনের তিন ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি। ’

news24bd.tv/SHS