উত্তরা-মহাখালীতে জামায়াতের রেলপথ অবরোধ

সংগৃহীত ছবি

উত্তরা-মহাখালীতে জামায়াতের রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক

তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে রাজধানীর উত্তরা-মহাখালীতে রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় এ অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় তারা নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং জামায়াতসহ বিরোধীদলের শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধাদান, উপর্যুপরি হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন, জামায়াত নেতা মাহবুবুল আলম, মাজহারুল ইসলাম ও মাহফুজুর রহমান।

এদিকে সকাল সাড়ে ৭টায় তেজগাঁও-মহাখালী রেলপথও অবরোধ করেন জামায়াতের কর্মীরা।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মনির আহমেদ, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।

news24bd.tv/TR