১ নভেম্বর আন্তঃসীমান্ত রেল প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদি

সংগৃহীত ছবি

১ নভেম্বর আন্তঃসীমান্ত রেল প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদি

অনলাইন ডেস্ক

আগামী ১ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত রেল প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ওইদিন সকাল ১১টায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা-আখাউড়া ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন।  

১৫ কিলোমিটারের রেল সংযোগ (ভারতে ৫ কিলোমিটার এবং বাংলাদেশে ১০কিলোমিটার) আন্তঃসীমান্ত বাণিজ্যকে বাড়িয়ে তুলবে এবং ঢাকার মাধ্যমে আগরতলা ও  কলকাতার মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

গতকাল সোমবার দুপুর ১২টায় প্রকল্পটির ট্রায়াল রান অনুষ্ঠিত হয়।

এর সঙ্গে একটি বড় সেতু এবং তিনটি ছোট সেতু সম্পৃক্ত। একজন কর্মকর্তা বলেছেন, 'বর্তমানে, ট্রেনে আগরতলা থেকে কলকাতা পৌঁছতে প্রায় ৩১ ঘন্টা সময় লাগে, যা রেল সংযোগের পর কমে দাঁড়াবে মাত্র ১০ ঘন্টা। ' 

প্রকল্পের কাজ ত্বরান্বিত করার জন্য ভারতীয় রেলওয়ে তার বাজেট থেকে ১৫৩.৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে ।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া