বিএনপির মিছিলে গুলির অভিযোগ, নিহত ২

সংগৃহীত ছবি

বিএনপির মিছিলে গুলির অভিযোগ, নিহত ২

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের গুলিতে দুই বিএনপিকর্মী নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। অবশ্য পুলিশ বলছে, একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায়।  

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন। তবে পুলিশ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের দাবি, আমাদের দুজন নেতা নিহত হয়েছেন। পুলিশের গুলিতে তারা মারা গেছে।

news24bd.tv/SHS