খুলনায় অবরোধে বন্ধ বাস চলাচল

খুলনা বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

খুলনায় অবরোধে বন্ধ বাস চলাচল

বিএনপির , আওয়ামী লীগের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ বাস সার্ভিসের নির্দিষ্ট রুটে যাত্রা বাতিল করা হয়েছে। আন্তঃজেলা রুটগুলোতে বাস চললেও যাত্রী কম থাকায় তা সময় মতো ছাড়ছে না। তবে খুলনা থেকে বিভিন্ন রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে।

এদিকে, বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার সকালে নগরীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি। এসব মিছিল থেকে পুলিশ তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হচ্ছেন ৩১নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহবায়ক আসাদ, ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহবায়ক লিটন ও ২১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার।

অপরদিকে, রাজপথে অরাজকতা মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

news24bd.tv/SHS