নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক 

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক 

ঝিনাইদহ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আড়াইহাজারের পাঁচরুখীতে আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত তিন পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, গুরুতর আহত পুলিশ কনস্টেবল নুরুলকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিনসহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন.

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এসময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

news24bd.tv/SHS