খাসোগির দেহের টুকরো ৫ স্যুটকেসে বহন

খাসোগির দেহের টুকরো ৫ স্যুটকেসে

খাসোগির দেহের টুকরো ৫ স্যুটকেসে বহন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে পাঁচটি স্যুটকেসে করে কন্স্যুলেট ভবন থেকে সরানো হয়েছে। তুরস্কের সরকারপন্থি ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে জরুরি কাগজপত্র আনতে গেলে ওই ভবনে ঢোকার পরপরই জামাল খাসোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সাবাহ রোববার এ খবর প্রচার করেছে।

এতে জানানো হয়, মৃতদেহের টুকরো স্যুটকেসে ভরার পর সেগুলোকে সৌদি কনসাল জেনারেলের বাসভবনে নেওয়া হয়। ওই বাসভবন সৌদি কন্স্যুলেট ভবনের কাছেই অবস্থিত।

তুর্কি সরকারি কর্মকর্তারা ডেইলি সাবাহকে বলেছেন, ১৫ সদস্যের যে ঘাতক দল এসেছিল তার মধ্যে মাহের মুতরেব, সালাহ তুবেইগি ও সায়েরুল হারবি সাংবাদিক জামাল খাসোগির দেহ টুকরো টুকরো করেছে এবং তারাই কন্স্যুলেট ভবন থেকে স্যুটকেসগুলো সরিয়ে নেয়।

মুতরেব হচ্ছে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সরাসরি সহকারী, অন্যদিকে তুবেইগি হলো সৌদি সামরিক বাহিনীর ফরেনসিক বিভাগের প্রধান ও পদবীতে কর্নেল।

এছাড়া, সায়েরুল হারবিকে গত বছর সৌদি রাজকীয় গার্ড বাহিনীর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়। এক মাসের বেশি সময় আগে জামাল খাসোগি নিহত হলেও তার লাশ পাওয়া যায়নি।

সেই দিনের কিছু ঘটনা:-
জামাল খাসোগির নিখোঁজ হওয়ার দিন মাহির মুতরিব ইস্তান্বুল থেকে ব্যক্তিগত বিমানে করে সৌদি গিয়েছিলেন। ওই বিমানে করেই খাসোগির লাশের টুকরোগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

মাহির মুতরিবের ব্যক্তিগত বিমানটি তুরস্কের কামাল আতাতুর্ক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। সেদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার ব্যাগ পরীক্ষা করতে দেননি তিনি।

ব্যক্তিগত ওই বিমানটির কোনও ফ্লাইট শিডিউল, বিমান ও ফ্লাইটের কোনও তথ্যও তিনি বিমানবন্দরে রাখেননি। সেদিন কূটনৈতিক পাসপোর্টধারী মুতরিবকে বিমান বন্দরে খুব দ্রুত চলাচল করতে দেখা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর