হঠাৎ প্রধান বিচারপতির দপ্তর থেকে গণমাধ্যমকে বার্তা

সংগৃহীত ছবি

হঠাৎ প্রধান বিচারপতির দপ্তর থেকে গণমাধ্যমকে বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাক্ষাতের বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়াতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিচারপতির দপ্তর।  

আরও পড়ুন...বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে যেকোনো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কয়েকটি গণমাধ্যমে ‌‘তফসিল ঘোষণা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক ১ নভেম্বর’ শিরোনামে সংবাদ প্রচারের পর এ আহ্বান জানানো হলো।  

প্রধান বিচারপতির দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, প্রধান‌ বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পহেলা নভেম্বর সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। প্রধান বিচারপতি শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধান ও কর্মকর্তারা ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করছেন।

ভবিষ্যতেও এ ধরনের একাধিক সৌজন্য সাক্ষাতের সূচি নির্ধারিত করা আছে।