জবিতে বিবাহিতা-অন্তঃসত্ত্বাদের আসন বাতিলের নোটিশ স্থগিত

সংগৃহীত ছবি

জবিতে বিবাহিতা-অন্তঃসত্ত্বাদের আসন বাতিলের নোটিশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের আসন বরাদ্দ বাতিলের নোটিশ স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর বৈবাহিক ও অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে কোন বৈষম্যমূলক বিধান আছে কি না, তা আগামী ১ মার্চের মধ্যে জানাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া কেন এ ধরণের সিদ্ধান্ত বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

সাতটি মানবাধিকার প্রতিষ্ঠান এ নোটিশ চ্যালেঞ্জ করে রিট করে।

রিটকারি আইনজীবী আইনুন নাহার জানান, শিক্ষা গ্রহণ শিক্ষার্থীর মৌলিক অধিকার। এ নোটিশ মৌলিক অধিকার পরিপন্থী। সন্তান ধারণের ক্ষমতা প্রাকৃতিক বিষয়।

তা নিয়ে বিধিনিষেধ দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন আদালত।

news24bd.tv/FA