লিটন-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

সংগৃহীত ছবি

লিটন-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটিং দীনতা চলছেই। কলকাতায় আজ পাকিস্তানের বিপক্ষে দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। তাতে আরও একবার অল্পতেই গুটিয়ে যাওয়ার ভয় দানা বেঁধেছিল।  কিন্তু লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পথে আছে দল।

 

ইডেন গার্ডেন্সে বাংলাদেশের রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। শাহীন আফ্রিদির ভেতরে ঢোকা বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন জুনিয়র তামিম। রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। ভয়াবহ রানখরায় ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত আরও একবার বিদায় সিঙ্গেল ডিজিটেই।

সেই শাহীনের পাতা ফাঁদে পা দিয়ে ৪ রানে বিদায় নেন তিনি।  

প্রোমোশন পেয়ে চারে নেমে মুশফিকুর রহিমও খেলতে পারেননি দায়িত্বশীল ইনিংস। হারিফ রউফের শিকার হওয়ার আগে ৫ রান আসে তার ব্যাট থেকে।

মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসায় চলতি বিশ্বকাপের বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহকে নামানো হয় পাঁচে। ওপেনার লিটন দাসকে নিয়ে মাহমুদউল্লাহ প্রথম পাওয়ারপ্লেতে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ সেই ৩ উইকেটের বিনিময়ে ৬৬ রান।

news24bd.tv/SHS