নির্বাচনকালীন সরকার ও মন্ত্রিপরিষদের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নির্বাচনকালীন সরকার ও মন্ত্রিপরিষদের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকার করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওই সরকারের মন্ত্রী পরিষদও ছোট হচ্ছে না।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে বেলজিয়াম সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের তফসিলের পর মন্ত্রীরা রুটিন ওয়ার্ক করবেন।

কিন্তু তারা নির্বাচনের কাজে সরকারি সুবিধা পাবেন না।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে। বিএনপি সন্ত্রাসী দল। জো বাইডেন যেদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপ করবে, সেদিন আমিও সংলাপের কথা চিন্তা করবো।

তিনি বলেন, বিএনপি যে একটা সন্ত্রাসী দল তা আবার প্রমাণিত হয়েছে। ২৮ তারিখ বিএনপি যা করেছে তাতে ধিক্কার ছাড়া তাদের কপালে আর কিছুই জুটবে না।

news24bd.tv/FA