চালক নিজেই বাসে আগুন দিয়েছে, দাবি প্রত্যক্ষদর্শীদের

চালক নিজেই বাসে আগুন দিয়েছে, দাবি প্রত্যক্ষদর্শীদের

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের সামনে বাসে আগুন দেয়ার ঘটনায় চালককেই দায়ী করছে প্রত্যক্ষদর্শীরা। তবে বাস চালকের দাবি, যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে হাইকোর্টের সামনের সার্ক ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও ভাসমান এক লোককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, চালকসহ ঐ ভাসমান লোকটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তদন্তের পর আগুন কারা দিয়েছে তা বলা যাবে।

পুলিশের হাতে আটক বাস চালক বলেন, পল্টন মোড় থেকে ৫ জন লোক গাড়িতে উঠলে প্রেসক্লাবের মোড়ে নেমে পড়ে। তারা নামার পর পেছনে আগুন দেখতে পান তিনি।

বাসে প্রায় ১৮ জন যাত্রী ছিলো সবাই নেমে পড়ে।

তবে ঘটনাস্থলে উপস্থিত এক ভাসমান লোকের দাবি, চালক নিজেই আগুন দিয়েছে। এর পরেই চালকসহ তাকে আটক করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক