৪৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলো ইসি

সংগৃহীত ছবি

৪৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলো ইসি

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আগামী শনিবার বৈঠকের জন্য ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসির পক্ষ থেকে এ বৈঠকের আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সহিংসতা ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ শান্ত রাখা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলগুলোর মতামত নিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগামী ৪ নভেম্বর নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের প্রধান দুই ব্যক্তিকে নির্বাচন আয়োজন সংক্রান্ত আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।

একদিনেই ৪৪টি দলের সাথে কথা হবে। সকালে ২২টি দল এবং বিকেলে ২২টি দলের সাথে আলোচনা হবে।

তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দল আসবে সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দলগুলো। এর আগে এ নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও করণীয়’ বিষয়ে অংশীজনের সঙ্গে সংলাপের কথা জানায় কমিশন।

গত ২৬ অক্টোবর নির্বাচন ভবনের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপে বসেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

news24bd.tv/FA