যুবদল নেতা নিহত, সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল

যুবদল নেতা নিহত, সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুকে (৩৫) গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি ও পরিবার।

তবে পুলিশ জানিয়েছে, জিলু পুলিশ দেখে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট বিভাগীয় যুবদল।

আজ মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় অবরোধের পিকেটিংয়ের সময় এ ঘটনা ঘটে।

বেলা ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিলু মারা যান। তিনি উপজেলার দক্ষিণ মদনগৌরী এলাকার এলাইছ মিয়ার ছেলে। তাঁর আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত জিলুর বড় ভাই মো. বুলু মিয়া জিলুর সঙ্গে আহত রফিক মিয়ার বরাত দিয়ে বলেন, ‘পেছন থেকে পুলিশের গাড়িয়ে ধাক্কা মারিয়া তারারে ফালাইছে।

পুলিশে পরে তারারে থানায় নিছে। পরে আবার তারারে হসপিটালও লইয়া আইছে। পুলিশে হসপিটাল তারারে ওলান রাখিয়া আইছে। পরে আমরার মানুষে গিয়া তারারে ভর্তি করছেন। হসপিটালে ভর্তি তারা দুইজনে গাড়ির ধাক্কায় মাথায় চোট পাইছেন, নাকে-মুখে রক্ত বের হইছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। যাতে আর কেউ ইলান পরিস্থিতির সম্মুখীন না হইন। ’

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকেটিং করতে যান যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ এসে যুবদল নেতা-কর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মহাসড়কের পার্শ্ববর্তী শাহ সুন্দর এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় পুলিশের পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে জিলু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। ’

অ্যাডভোকেট মোমিনুল জানান, ‘এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় আমরা বিক্ষোভ মিছিল করে বুধবার অবরোধের পাশাপাশি সিলেট বিভাগের যুবদলের পক্ষ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করেছি। ’

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ জানান, ‘সে পুলিশ হেফাজতে মারা যায়নি। সকালে লালাবাজারের এদিকে পিকেটিং করতে আসছিল সে। পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালাতে গিয়ে সে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সেখানে তারা দুই ভাই পড়ে যায়। তখন লোকজন তাঁদের সকাল ৮টা ৫৩ মিনিটে হাসপাতালে ভর্তি করে। আইসিইউতে সে মারা যায় এবং তার ভাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন। যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারা থানাতেই আছে। ’

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাবে না। এটা অ্যাকসিডেন্টাল বিষয়, পুলিশ ভালো বলতে পারবে। তাদের কাছ থেকে জেনে নেন। ’

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক