বিদেশিদের বাংলাদেশে রাজনীতি করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বিদেশিদের বাংলাদেশে রাজনীতি করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিদেশিদের বাংলাদেশে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, তারা দল করে দেখুক কয়টা ভোট পায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো বিদেশি প্রতিষ্ঠানের (মনে হয়) দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। তাদের বোধহয় রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত।

মন্ত্রী বলেন, পিটার হাস প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্তহীন সংলাপের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তাদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত। তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবেন।

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা রাজনৈতিক অবস্থান নেবেন। তারা একটা দল করুক। আর জনগণের কাছে দেখুক কয়টা ভোট পায়।

মোমেন বলেন, বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্যই তো তারা (বিএনপি) এসব করছে। তাদের উদ্দেশ্য তো মহৎ না। দেশটা সবার। দেশের বদনাম হলে সবার ক্ষতি হবে। তারা এ জিনিসটা মনে হয় ঘুণাক্ষরেও চিন্তা করেন না। কারণ, তাদের ছেলে-মেয়ে সব বিদেশে থাকে।

news24bd.tv/FA