রাজধানীর রাস্তায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে মানুষ  

সংগৃহীত ছবি

রাজধানীর রাস্তায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে মানুষ  

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকে অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ বুধবার। এ দিন সকাল থেকে রাজধানীর রাস্তাগুলোতে গণপরিবহনের সংকট দেখা যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।  

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাজধানীর সড়ক-মহাসড়কে গণপরিবহন নেই বললেই চলে।

অনেকটা ফাঁকা দেখা গেছে সড়কগুলো। দীর্ঘক্ষণ পর পর একটি করে বাস আসছে। যা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ-জনের জন্য পর্যাপ্ত নয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে।
ভোগান্তি চরমে পৌঁছেছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের।  

ফার্স্ট সকালে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে রাজধানীর রাস্তায় রিকশা ও সিএনজির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বাস চালকরা জানান, রাজধানীসহ আশপাশে বাসে আগুন দেওয়া এবং বিএনপি-জামায়াতের মিছিলের ফলেই বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তবে নগরীর নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে৷ সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

news24bd.tv/আইএএম