নির্বাচনকে ‘জমিদারীতে অনধিকার প্রবেশ’ মনে করেন প্রধানমন্ত্রী: রিজভী

সংগৃহীত ছবি

নির্বাচনকে ‘জমিদারীতে অনধিকার প্রবেশ’ মনে করেন প্রধানমন্ত্রী: রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৮ তারিখের সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের ভার্চুয়ালি ব্রিফিংকালে এসব বলেন রিজভী। তিনি বলে, একটি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে গ্রেপ্তার নিপীড়নের পথ বেছে নিয়েছে সরকার।

রিজভী বলেন, গতকালের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে প্রমাণিত হলো তিনি নানা ধরনের ফন্দি করে আবারও ভোটারবিহীন একতরফা নির্বাচন করতে চান।

তিনি রাজনৈতিক সমঝোতা ও সম্প্রীতি এবং অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী নন।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই প্রধানমন্ত্রী মনে করেন তার জমিদারীতে কেউ অনধিকার প্রবেশের চেষ্টা করছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেউ দাবী করলেই তিনি ক্ষুব্ধ ও বিকারগ্রস্ত হয়ে পড়েন।

এদিকে, পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিন ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বিএনপির এ সিনিয়র নেতাদের।

news24bd.tv/FA