মৃত্যুর গুজব ছড়িয়ে পোশাককর্মীদের আন্দোলন, সেই জোসনাকে জীবিত উদ্ধার

সংগৃহীত ছবি

মৃত্যুর গুজব ছড়িয়ে পোশাককর্মীদের আন্দোলন, সেই জোসনাকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরে ডেকোনেট নামের একটি গার্মেন্টেসে সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই মৃত্যুর গুজব ঘিরে আজ বুধবার (১ অক্টোবর) দিনভর আন্দোলন চলে। পর ওই গার্মেন্টস কর্মী জোসনাকে জীবিত উদ্ধার করেছে র‌্যাব- ৪।  

জোসনা মিরপুর ১১ নম্বরের একটি বাসায় অবস্থান করছিলেন।

জোসনার স্বামী রিপন মিয়া জানান, বুধবার আন্দোলনের সময় জোসনা আহত হন। পরে হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়। গত দুই দুদিন ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন গার্মেন্টস শ্রমিকরা।

news24bd.tv/আইএএম