‘জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিন বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে পড়ে আছে’

ফাইল ছবি

‘জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিন বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে পড়ে আছে’

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন কাদের। এসময় তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে তাদের (জাতিসংঘ) ভাবতে হবে না। তারা বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা মিসলিড করেছে।

সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি এখন সন্ত্রাসী দল। তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না। একইসাথে কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না সরকার।

নির্বাচন কমিশন তাদেরকে বৈঠকের জন্য দাওয়াত করেছে, সেখানে তারা যায়নি। অতএব তাদেরকে আর ডাকার প্রশ্নই আসে না।

news24bd.tv/FA