পাপিয়ার জামিন স্থগিত

সংগৃহীত ছবি

পাপিয়ার জামিন স্থগিত

অনলাইন ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার জামিন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) তার জামিন স্থগিত করলেন আদালত।  

এর আগে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ পাপিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন।

পাপিয়ার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে. অন্য ৯টি মামলায় ইতিমধ্যে পাপিয়া জামিনে থাকায় তার মুক্তিতে কোনো‌ বাধা নেই বলে এদিন জানান তার আইনজীবী।

২০২২ সালে সাড়ে ৬ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এছাড়াও পাপিয়ার বিরুদ্ধে অভিজাত এলাকায় দেহ ব্যবসা পরিচালনাসহ বেশ কিছু মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে করা দুটি মামলায় তাকে মোট ২৭ বছর কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত।

news24bd.tv/আইএএম