সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘এদের মনুষ্যত্ব নেই’

সংগৃহীত ছবি

সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘এদের মনুষ্যত্ব নেই’

অনলাইন ডেস্ক

গত ২৮ অক্টোবর বিএনপির সহিংসতার একটি ভিডিও চিত্র জাতীয় সংসদে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অধিবেশন চলাকালে ভিডিও দেখানো শেষ হলে প্রধানমন্ত্রী বলেন, ‘যে বাংলাদেশ আমরা উন্নত করেছি, বলেছিলাম দিনবদলের সনদ, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আর তারপর এ ধরনের ধ্বংসযজ্ঞ। ’

তিনি বলেন, ‘আর বক্তব্য দেওয়ার মানসিকতা নেই।

এই রকম দৃশ্য, যারা বিচারপতির বাড়িতে আগুন দেয়, এর আগে প্রধান বিচারপতির দরজায় লাথিও মেরেছে, এই বিএনপির নেতারা। পুলিশের ওপর হামলা, অ্যাম্বুল্যান্সে রোগী যাচ্ছে, সেই অ্যাম্বুল্যান্সে আক্রমণ আর কী বীভৎস দৃশ্য। পুড়িয়ে মানুষ হত্যা শুধু নয়, মনে হচ্ছে গোটা দেশটাকেই এরা ধ্বংস করে দেবে। ’

‘দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই, কোন বাংলাদেশ চায় তারা’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি, এদের সাথে কারা থাকে? আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সঙ্গে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই।

ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। ’ 

শেখ হাসিনা বলেন, ‘ওরা চুরি, লুণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো এইভাবে সৃষ্টি। সৃষ্টি যে করেছে সেই জিয়াউর রহমান আমার বাবা-মা, ভাই সব হত্যার সাথে জড়িত। আর খালেদা জিয়া, তারেক জিয়া তো আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে। ’

সংসদ নেতা বলেন, ‘দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কোন বাংলাদেশ তারা চায়? উন্নত দেশ, নাকি ধ্বংস দেশ? বিএনপি-জামায়াত শুধু ধ্বংসই করতে পারে। বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যেন কেউ দেশকে নিয়ে খেলতে না পারে, দেশবাসীর কাছে সেই সহযোগিতা চাই। সাংবাদিকদের যেভাবে মেরেছে, সেটা মেনে নেওয়া যায় না। তারা তো বিএনপির কাজই করত। গাড়ি পুড়িয়েছে, তাদেরকে সহযোগিতা দেব? যারা অগ্নিসন্ত্রাস করে, তাদেরকে ধরিয়ে দিন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দিন। দেশবাসীকেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এরা মুষ্টিমেয় লোক। উন্নয়ন অব্যাহত থাকুক, মানুষের অধিকার সুরক্ষিত থাকুক, সেটাই চাই। ’

‘বারবার আমার ওপর আঘাত এসেছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো বারবার হামলা হচ্ছে। বিদেশে যাই, সেখানেও মারার চেষ্টা করছে। এটা সংসদকে জানিয়ে রাখলাম। দেশের জন্য কাজ করছি। দেশবাসীকে আহ্বান করব, জনগণ শক্তির উৎস, জনগণের শক্তি নিয়েই আমি চলি। আমার শক্তি বাংলাদেশ, দেশের জনগণ। দেশের জন্য কাজ করি। কে কোন দল করে সেটা দেখি না। মানুষকে মানুষ হিসেবেই দেখি। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমার লক্ষ্য। ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। কেউ থামাতে পারবে না। ’

news24bd.tv/আইএএম