বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘিরে প্রস্তুত পুলিশ: ডিবিপ্রধান

সংগৃহীত ছবি

বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘিরে প্রস্তুত পুলিশ: ডিবিপ্রধান

অনলাইন ডেস্ক

বিএনপির আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘিরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশীদ।  

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদকে অনেক দিন থেকে খোঁজা হচ্ছিল। তাকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সেই মামলায় চার নম্বর আসামি তিনি।

এ সময় হারুন অর রশীদ বলেন, বিএনপি আবার অবরোধ কর্মসূচি দিয়েছে, যেকোনো নাশকতা রোধে পুলিশ প্রস্তুতি আছে। এছাড়া যারা বাসে আগুন দিয়েছে, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে- তাদের অনেককেই শনাক্ত করা হয়েছে। আবার অনেক মামলার পলাতক, এজাহার ভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হচ্ছে, যা নিয়মিত অভিযানের অংশ।

news24bd.tv/আইএএম