যশোরে বাসে আগুন

যশোরে বাসে আগুন

যশোর প্রতিনিধি

বৃহস্পতিবার রাতে যশোর শহরের মনিহার মোড়ে থেমে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১ টার দিকে বাসটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চেঁচামচি-ছোটাছুটি শুরু করেন। পরে ফাযার সার্ভিস কর্মী ও পরিবহন শ্রমিকরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, আগুন লাগানোর সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না। আগুনে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিজেই স্ট্র্যাট নিয়ে চলতে শুরু করে। তবে গতি কম থাকায় সামনের
চাকায় ব্যারিকেড দিয়ে থামাতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, এটা অবরোধকারীদের কাজ নাকি অন্যকোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

যশোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বোঝা যাচ্ছে না আগুন লাগানো হয়েছে, নাকি গাড়ির ত্রুটিতে ধরেছে।

পরিবহন শ্রমিক নেতা হারুন অর রশিদ ফুলু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটিসির বাসটি সকালে যশোর থেকে যাত্রী নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল। বাসটিতে ৫০ কার্টন মোটর যন্ত্রাংশ ছিল।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক