মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা, পুলাই চন্দংয়ের একটি নতুন সড়ক নির্মাণ প্রকল্পে চাপা পড়া তিন বাংলাদেশির লাশের পরিচয় শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল (৩১), শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২০)।

শরীয়তপুর জেলার জাজিরার মো. শফিকুল ইসলাম লিভলু বেপারী জানান, নিহত তিন জনই পরিবারের হাল ধরার জন্য ভাগ্য বদলের চেষ্টায় চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।

তারা কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।


 বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান ভুক্তভোগীদের সহকর্মীরা ছোটাছুটি করছেন।

news24bd.tv/কেআই