গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে র্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র্যাব-৬ এর পক্ষ থেকে পলাশের লাশের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সিনিয়র এএসপি পলাশ সাহার লাশবাহী ফ্রিজিং গাড়িটি তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশিতে আসলে পরিবারের লোকজন ও এলাকাবাসী একনজর দেখাতে পলাশের বাড়িতে ভীড় করে। পরিবারের লোকজন পলাশের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করে তার শাস্তির দাবি জানায়। সিনিয়র এএসপি পলাশ সাহার মৃতদেহ গ্রামের বাড়ি তারাশিতে আসলেই মা রমারানী সাহার আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে থাকা লোকজনেরও চোখ ভারী হয়ে ওঠে। মৃত পলাশের মা কান্নার মধ্যে বার বার ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরেন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এএসপি পলাশ সাহা...
'পলাশ মা-কে খুব ভালোবাসতো কিন্তু স্ত্রী পছন্দ করতো না'
গোপালগঞ্জ প্রতিনিধি

এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, স্ত্রী সুস্মিতা সাহার বিচারের দাবি
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে র্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পলাশ সাহার ভাই নন্দলাল সাহা বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি তিনি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার শাস্তি দাবি করেছেন। এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে পালাশ ছিল সবার ছোট। গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। দুপরে স্থানীয় গণমাধ্যমকর্মীর মাধ্যমে পলাশ সাহার বড় ভাই লিটন সাহা এএসপি পলাশের আত্মহত্যার খবর শুনতে পান। এই খবর পেয়েই তিনি চট্টগ্রামে রওনা দেন। এ দিকে সন্ধ্যায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে র্যাবের সদস্যরা পলাশের বাড়িতে আসেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এএসপি...
মামার মরদেহ দাফন শেষে ফেরা হলো না ২ মোটরসাইকেল আরোহীর
অনলাইন ডেস্ক

যশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকারের পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর ওপর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা ওই ব্যক্তিকে দাফন করতে যান। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
রাজশাহীর দুটি জলাভূমি প্রথমবারের মতো ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো দুটি জলাভূমিকে জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়। উভয় অভয়ারণ্য রাজশাহী জেলার দুটি উপজেলায় অবস্থিততানোরের বিলজোয়ানা এবং গোদাগাড়ীর বিলভালা। প্রজ্ঞাপনে বলা হয়, বিলজোয়ানা জলাভূমিটি ১ দশমিক ৬৫ একর এবং বিলভালা জলাভূমিটি ১৫ দশমিক ৮ একর জায়গা জুড়ে বিস্তৃত। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই অভয়ারণ্য ঘোষণা কার্যকর হবে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী অঞ্চলের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, এটি দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শীত মৌসুমে বিলজোয়ানা ও বিলভালা জলাভূমি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর