‘ঘাতকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা’

সংগৃহীত ছবি

‘ঘাতকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে জনগণ আর পিছনের দিকে ফিরে যেতে চায় না। শুক্রবার পাবনার বেড়ার সিএন্ডবি বাসস্ট্যান্ডে বেড়া পৌর ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাকে স্মরণে এক জনসভায় এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

শামসুল হক টুকু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ জন সহচরকে ৩ নভেম্বর কারাগারের ভেতর পাখির মতো গুলি করে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অনুসারী ঘাতকের দল। এই হত্যাকাণ্ডের  পেছনে উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেওয়া।

ঘাতকদের ও তাদের উত্তরসূরিদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশকে ঠিকই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  

তিনি বলেন, মানুষ আর দেশে নারকীয় হত্যাকাণ্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চায় না। মানুষ চায় উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে প্রদান করে যাচ্ছেন।

news24bd.tv/আইএএম