শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারের পেছনে কারা, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারের পেছনে কারা, জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের নতুন শিক্ষাক্রম নিয়ে কোচিং সেন্টার পরিচালনাকারী ও গাইড ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

তিনি বলেন, একইসাথে স্বার্থ হাসিলের জন্য কতিপয় রাজনৈতিক দল তাদের পেছনে ইন্ধন দিচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দিতে।

শনিবার সকালে ইডেন মহিলা কলেজের ১৫০ বছর উপলক্ষে ‘সার্ধশতবর্ষে ইডেন কলেজ’ শীর্ষক এ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ’৭১ এর পরাজিত শক্তি যড়যন্ত্র করছে। এবার নির্বাচনকে বানচাল করতে তারা পথে নেমেছে। আমরা কী একদিনে ৫০০ বোমা হামলা দেখতে চাই নাকি ১০০ সেতু উদ্বোধন চাই, তা আমাদেরকে বেছে নিতে হবে।

ইডেন মহিলা কলেজটি ১৫০ বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ১৮ জন ছাত্রীকে উত্তরীয় পরিয়ে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

news24bd.tv/FA