খুলনা-বরিশালে বৃষ্টির আভাস

প্রতীকী ছবি

খুলনা-বরিশালে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

আবহাওয়ার পূর্বাভাসে খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে বরিশাল ও খুলনায় বৃষ্টি হতে পারে।

তিনি জানান রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (৬ নভেম্বর) ও মঙ্গলবারের (৭ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক