রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহন

সংগৃহীত ছবি

রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহন

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ সোমবার (৬ নভেম্বর)।  অন্যান্য অবরোধ দিনের তুলনায় আজ সকাল থেকে রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহন।

সরেজমিনে দেখা যায়, অবরোধের প্রভাব নেই জনজীবনে, মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক। ব্যক্তিগত গাড়ি কম বের হলেও  বেড়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল।

 

কর্মজীবী মানুষের পাশাপাশি জরুরি প্রয়োজনে বের হচ্ছেন সাধারণ মানুষ। গণপরিবহন চলাচল বাড়লেও স্বাভাবিক দিনের মতো জানজট নেই ঢাকায়।  

সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে শঙ্কা নিয়েই অবরোধে বের হচ্ছেন তারা।  

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে র‌্যাব-পুলিশও।

news24bd.tv/আইএএম