যে একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে নামতে পারে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

যে একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে নামতে পারে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। টাইগারদের নতুন চ্যালেঞ্জ যেকোনো মূল্যে সেরা আটে থাকা। তাতে জুটবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট। সেই লক্ষ্যে এগিয়ে যেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

পাকিস্তানের কাছে উড়ে গেলেও সেই ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে বাংলাদেশ।  

আজ সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বাঘ-সিংহের লড়াই। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে কেবল একটি ম্যাচে। শ্রীলঙ্কার অবস্থান একটু ভালো, তারা তুলে নিয়েছে দুই জয়।

৪ পয়েন্ট নিয়ে লঙ্কানরা আছে সাতে। ২ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান নয়ে।  

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে রাউন্ড রবিন লিগে সেরা আটে থাকতেই হবে। ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এমন চ্যালেঞ্জিং ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন না এনেই নামতে পারে মাঠে। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন সেই তানজিদ হাসান তামিমই। এছাড়া তাওহীদ হৃদয়ও পাচ্ছেন নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ। পেস বোলিংয়ে থাকছেন মোস্তাফিজ-তাসকিন-শরীফুল।  

শ্রীলঙ্কা দলে আসতে পারে দুটি পরিবর্তন। নিজেকে প্রমাণে ব্যর্থ দিমুথ করুনারত্নে আবারও বাদ পড়তে পারেন একাদশ থেকে। এছাড়া অরুন জেটলির রান পসরার উইকেটে ব্যাটিং শক্তি বাড়াতে দুশন হেমন্তকে একাদশে ভেড়াতে পারে লঙ্কানরা।  

দুই দলের সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ : লিটন দাস, তানজিদ হাসান তামিন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দুশন হেমন্ত, মহিশ তিকশানা, কাসুন রজিতা, দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

news24bd.tv/SHS