২৮ অক্টোবর নাশকতার প্রস্তুতি নিয়ে ঢাকায় আসেন বিএনপির অনেক কর্মী: র‌্যাব

খন্দকার আল মঈন

২৮ অক্টোবর নাশকতার প্রস্তুতি নিয়ে ঢাকায় আসেন বিএনপির অনেক কর্মী: র‌্যাব

অনলাইন ডেস্ক

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতি নিয়েই ঢাকায় এসেছিলেন বিএনপির অনেক কর্মী। কুষ্টিয়া জেলা ছাত্রদল নেতা অলি হোসেনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‌্যাব।

সোমবার (৬ নভেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ভিডিও ফুটেজে দেখা যায় কুষ্টিয়া জেলা বিএনপি নেতা অলি হোসেন ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের সময় সেখানে অবস্থান করছিলেন।  অলি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, বিএনপির এই নেতা তার সিনিয়র নেতার নির্দেশেই ঢাকায় আসেন। তারা যেকোনো নাশকতার প্রস্তুতি নিয়েই সমাবেশে যোগ দেন  বলে দাবি করে সংস্থাটি।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর এলাকায় প্রভাতী-বনশ্রী পরিবহনে আগুন ও ঢাকা-ময়মনসিংহ সড়কে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতা ও নাশকতার মামলার আসামি আমিনুল ইসলাম সরকারকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বাহিনীটি বলছে, বিএনপিরে রাজনীতির সঙ্গে যুক্ত আমিনুল গার্মেন্টসে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানেও উসকানি দেন।

news24bd.tv/আইএএম