ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি রয়েছে: ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি রয়েছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ কোনো বন্ধুরাষ্ট্র বা স্থানীয় পর্যায়ে কারও সঙ্গেই বিবাদ চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই সঠিক তথ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের বিবৃতি দিবে বলে আশা করি।  

আরও পড়ুন... ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

 

এ সময় ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় হামলা নিয়ে বিএনপি ও দেশের ইসলামী দলগুলোর কোনো বিবৃতি নেই।  

জনমতের কাছে কোনো পারমাণবিক শক্তিও টিকতে পারে না জানিয়ে আওয়ামী লীগ জনমতের ওপর বিশ্বাসী দল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।  

সেতু নির্মাণে বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগুন ও অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তারা ষড়যন্ত্র করে দেশের নির্বাচন বানচাল করতে চায়।

তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।  
 
এ সময় আওয়ামী লীগ সিলেট থেকেই দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার শুরু করবেন বলে জানান ওবায়দুল কাদের।

news24bd.tv/আইএএম