‘শেখ হাসিনার প্রতি আস্থা থেকেই এশিয়া অঞ্চলের ভোটে সায়মা ওয়াজেদ বিজয়ী’

‘শেখ হাসিনার প্রতি আস্থা থেকেই এশিয়া অঞ্চলের ভোটে সায়মা ওয়াজেদ বিজয়ী’

অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনীত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সায়মা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দেয়।  

এ প্রসঙ্গে সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সায়মা ওয়াজেদের অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। শেখ হাসিনার প্রতি এই অঞ্চলের মানুষ আস্থা রেখেছে বলেই এশিয়া অঞ্চলের ভোটে সায়মা ওয়াজেদ বিজয়ী হয়েছেন।

এই বিজয় স্বাস্থ্য মন্ত্রণালয়েরও অর্জন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে স্বাস্থ্য বিষয়ক আরও সহযোগিতা পাবে। ’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কালাজ্বর মুক্ত হওয়া নিয়ে জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র যেখানে কালাজ্বর নির্মূল হয়েছে। বিশ্বের প্রায় ১০০টি দেশে কালাজ্বর রোগটি আছে।

কোনো দেশেই নির্মূল হয়নি। বাংলাদেশের ৪ কোটি মানুষ কালাজ্বরের ঝুঁকিতে ছিলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহায়তায় ২০১৮ সাল থেকে এই রোগ নির্মূলে কাজ শুরু করেছে বাংলাদেশ। এখন ডব্লিউএইচও বাংলাদেশকে এই রোগ নির্মূল হওয়ার সার্টিফিকেট দিয়েছে। ’ 

ফাইলেরিয়া বা গোদরোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গোদ রোগ নির্মূলেও কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। এটাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অর্জন। ’

তবে জনবলের অভাবে এই পাঁচ বছরে স্বাস্থ্য সেবাকে আন্তর্জাতিক মানের করা সম্ভব হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটা এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জনে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ’

তিনি আরও বলেন, এক বছরে বাংলাদেশে ৩৬ কোটি লোক চিকিৎসা নিয়েছে। এটা স্বাস্থ্য খাতের অর্জন। তবে এর মধ্যেও বছরে ৫ লাখ লোক বিদেশে চিকিৎসা নিতে যায়। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

news24bd.tv/আইএএম