একাদশে যে পরিবর্তন এনে বোলিংয়ে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

একাদশে যে পরিবর্তন এনে বোলিংয়ে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

দিল্লিতে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ। শতভাগ ফিট না থাকায় মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি, তার পরিবর্তে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশে এনেছে দুটি পরিবর্তন। ওপেনার দিমুথ করুনারত্নের জায়গায় ফের একাদশে ঢুকেছেন কুশল পেরেরা। দুশন্ত হেমন্তের জায়গায় খেলবেন ধনাঞ্জয়া ডি সিলভা।    

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, মহিশ তিকশানা, কাসুন রজিতা, দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

news24bd.tv/SHS