দুই সাকিবে বড্ড চাপে শ্রীলঙ্কা 

সংগৃহীত ছবি

দুই সাকিবে বড্ড চাপে শ্রীলঙ্কা 

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই চমক দেখালেন তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের চতুর্থ ওভারে উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। বোলিংয়ে এসেই উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও। এই দুই সাকিবের কল্যাণে দারুণ খেলতে থাকা শ্রীলঙ্কা পড়েছে চাপে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান। উইকেটে আছেন সাদিরা সামারাবিক্রমা এবং চরিথ আসালাঙ্কা।  

আজ সোমবার দিল্লিতে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম ওভারেই দলকে সফলতা এনে দেন পেসার শরীফুল ইসলাম।

পরে ৬১ রানের জুটি গড়েন পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।  

বল হাতে তুলে নিয়েই এই জুটি ভাঙেন সাকিব। ১২তম ওভারে তার তৃতীয় বলে লং-অনে শরীফুলকে ক্যাচ দেন মেন্ডিস, থামেন ৩০ বলে ১৯ রান করে। পরের ওভারে ওপেনার নিশাঙ্কার উইকেট তুলে নেন তানজিম সাকিব। ইনসাইড এডজ হয়ে বোল্ড হন দারুণ খেলতে থাকা এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ৪১ রান করেন তিনি।  

এর আগে, ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শরীফুলের আউটসাইড অফের বল তাড়া করতে মারতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী হন পেরেরা। ৪ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

news24bd.tv/SHS