মিয়ান আরেফীকে রিমান্ডে না নেয়ার কারণ জানালেন ডিবি প্রধান

ফাইল ছবি

মিয়ান আরেফীকে রিমান্ডে না নেয়ার কারণ জানালেন ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

অনেক আসামি ডিবিতে থাকায় জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহেদুল ইসলাম ওরফে মিয়ান আরেফীকে রিমান্ডে আনা যায়নি বলে জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

সোমবার ডিবি প্রধান বলেন, মিয়ান আরেফীকে রিমান্ডে এখন আনা হচ্ছে না, মন্ত্রীর কথায় রিমান্ডে আনা যাচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন। গ্রেপ্তার হাসান সারওয়ার্দী কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে ২৮ আগস্ট নয় শুধু, এর আগেও মির্জা আব্বাস বিএনপির সিনিয়র নেতাদের বাসা ও গুলশান অফিসে মিটিং করেছেন মিয়ান আরেফী।

পল্টন থানায় করা মামলায় আসামি মিয়ান আরেফীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফীসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।

গত ২৮ অক্টোবর পূর্বঘোষিত মহাসমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবী করে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরেফী।

পরে মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি আসলে প্রেসিডেন্টের উপদেষ্টা নন এবং এরকম কোনো তথ্য তাদের কাছে নেই।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক