যে নিয়মে মাঠে নামতেই আউট ম্যাথুজ 

সংগৃহীত ছবি

যে নিয়মে মাঠে নামতেই আউট ম্যাথুজ 

অনলাইন ডেস্ক

চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়ে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সাদিরা সামারাবিক্রমার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে সাকিব আল হাসান ব্রেক-থ্রু এনে দেওয়ার পরের বলেই টাইমড আউট হয়ে ফিরে যান ম্যাথুজ।

দিল্লিতে সামারাবিক্রমার উইকেট সাকিব তুলে নিলে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ব্যাটিং স্টান্ট নেওয়ার সময় দেখেন নষ্ট হেলমেট নিয়ে এসেছেন তিনি।

এরপর নতুন হেলমেটের জন্য সতীর্থদের ডাকার আগেই টাইমড আউট হন ম্যাথুজ।

এমসিসির আইনে বলা আছে, উইকেটের পতন বা একজন ব্যাটার অবসর নেওয়ার পর নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে পরের বল মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। ফলে কার্যকরী হয়েছে সেটিই।

বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।  

এদিকে, ম্যাথুজ বাঁচতে পারতেন, যদি না সাকিব আবেদন তুলে নিতেন। কিন্তু ম্যাথুজের অনুরোধ সত্ত্বেও সাকিব আবেদন তুলে নিতে অস্বীকার করেন। পরে আম্পায়ারদের সঙ্গে তর্ক-বিতর্ক শেষ মাঠ ছাড়তেই হয় এই অভিজ্ঞ ব্যাটারকে।

news24bd.tv/SHS