সিরাজগঞ্জে গ্রামবাসীদের সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে গ্রামবাসীদের সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর ও চর বনবাড়িয়ায় দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় চররায়পুরের যুবকরা চর বনবাড়িয়া গ্রামের দুই মুক্তিযোদ্ধার বসতভিটা ভাঙচুর করা হয়। সোমবার রাতে ও দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিনসহ অনেকে জানান, সোমবার রাতে মমিনের বাড়িতে ইসলামী জলসা চলাকালে একটি জুতা নিয়ে চররায়পুর গ্রামের যুবক মাহদির সাথে চরবনবাড়িয়া গ্রামের কয়েকজন ছেলের কথাকাটাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে সোমবার দুপুরে চররায়পুর গ্রামের মাহদিরা একজোট হয়ে ফের চরবনবাড়িয়া হামলা চালায়। এসময় তারা সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুর রশিদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া-জানালা ভাঙচুর করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন দুই মুক্তিযোদ্ধার বসতভিটা ভাঙচুর করায় তীব্র জানিয়ে বলেন, দুই গ্রামের মুরুব্বীদের সমন্বয়ে ঘটনাটি মীমাংসার ব্যবস্থা করা হচ্ছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক