মসজিদে প্রবেশের পর যে নামাজ পড়া সুন্নত

প্রতীকী ছবি

মসজিদে প্রবেশের পর যে নামাজ পড়া সুন্নত

 আহমাদ ইজাজ

মসজিদে প্রবেশ করে যে নামাজ পড়তে হয় ইসলামের পরিভাষায় তা তাহিয়্যাতুল মাসজিদ বা দুখুলুল মসজিদ নামে পরিচিত। এই নামাজের ফজিলত বিষয়ে আবু কাতাদা সালামি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দুই রাকাত সালাত আদায় করে নেয়। (বুখারি, হাদিস : ৪৪৪, ১১৬৩)

এই নামাজ আদায় করা সুন্নত (নফল)। হানাফি ও মালেকি ফকিহদের মতে, এই নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যাবে না।


এর বিপরীতে শাফেয়ি ও হাম্বলি ফকিহদের মতে, নিষিদ্ধ সময়ে মসজিদে ঢুকলেও ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে।
হানাফি মাজহাব মতে, মুসল্লি যেকোনো উদ্দেশে মসজিদে প্রবেশ করলে এবং সে পবিত্র অবস্থায় থাকলে ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করবে। তবে কেউ যদি এমন সময় মসজিদে প্রবেশ করে, যখন সাধারণভাবে নামাজ আদায় নিষিদ্ধ কিংবা যখন ফরজ নামাজের জামাতের ইকামত শুরু হয়ে গেছে বা ইমাম ফরজ নামাজ শুরু করে দিয়েছেন অথবা খতিবের খুতবা পাঠ শুরু হয়ে গেছে, তাহলে এসব অবস্থায় তাহিয়্যাতুল মসজিদ আদায় করা থেকে বিরত থাকবে। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, পৃষ্ঠা ১০২০)

যে নামাজের আগে সুন্নতে মুয়াক্কাদা আছে, ওই নামাজের আগে মসজিদে প্রবেশ করে সুন্নতে মুয়াক্কাদা পড়লে ওই নামাজ আর পড়তে হয় না।

কারণ তখন এই সুন্নতই এই নামাজের স্থলাভিষিক্ত ও যথেষ্ট হয়। (মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যাহ ১৫/৬৭)

এই রকম আরও টপিক