ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

ইসরায়েল-গাজা সংঘর্ষের ছবি (সংগৃহীত)

ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ তুলে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতসহ মিশনের সব কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে দেশটির অবস্থান নিয়ে করা মন্তব্যের জেরে ইসরায়েলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দোর দেশটির এই সিদ্ধান্তের কথা জানান।

নালেদি বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের অব্যাহতভাবে হত্যার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

আমরা মনে করি, ইসরায়েলের জবাব দেওয়ার ধরন পুরো জনগোষ্ঠীকে শাস্তি প্রদানে পরিণত হয়েছে। ’

এর আগে একই অভিযোগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। এ ছাড়া কলম্বিয়া, চিলি, হন্ডুরাস, তুরস্ক, জর্ডান ও বাহরাইন ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত গাজায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন।

নিহত ফিলিস্তিনিদের ৪ হাজার ১০৪ জন শিশু। নারী ২ হাজার ৬৪১ জন। আহত হয়েছেন ২৫ হাজার ৪০৫ জন।

গাজায় ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশটির ওপর কূটনৈতিক চাপও বাড়ছে। এরপরও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

news24bd.tv/TR