কাতারে আগুনে পুড়ে অঙ্গার ৪ বাংলাদেশি

সংগৃহীত ছবি

কাতারে আগুনে পুড়ে অঙ্গার ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চার বাংলাদেশিসহ মোট ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্য একটি ভবনেও।  

নিহত চার বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি আবার ফেনীতে।

বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত অন্য দুজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতেরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে।

তার কাগজপত্র নিয়ে কিছু জটিলতা আছে। তারপরও পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া কাতারে ফেনীর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক