হাইকোর্টে বিএনপির ৩ আইনজীবী নেতার আগাম জামিন

সংগৃহীত ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা

হাইকোর্টে বিএনপির ৩ আইনজীবী নেতার আগাম জামিন

অনলাইন ডেস্ক

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার দায়ের করা রমনা থানার মামলায় বিএনপির তিন আইনজীবী নেতার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তারা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। আইনপেশায় এই তিন আইনজীবীর অবদান বিবেচনা করে আদালত তাদের জামিন দিয়েছেন।

তিন সপ্তাহ পর তাদের ঢাকার জেলা জজ আদালতে হাজির হতে হবে।

এর আগে এদিন জামিনের জন্য বেঞ্চের সামনে হাজির হন আবেদনকারীরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুব্রত চৌধুরীসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

news24bd.tv/SHS